স্বাধীনতা রক্ষাই হোক নতুন প্রজন্মের অঙ্গীকার

বশির আহমদ জুয়েল

 

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। চব্বিশের ষড়যন্ত্রে স্বাধীনতা আজ শকুনের দ্বারা কলংকিত। স্বাধীনতা কোন দলের সম্পদ নয়। স্বাধীনতা বাঙালি জাতির মুক্তির সনদ। ষড়যন্ত্রী ছাত্র সমাজের ছলনা ও ষড়যন্ত্রের জান ছিঁড়ে দেশ প্রেমিক ছাত্র সমাজ স্বাধীনতা রক্ষার জন্য নিশ্চিয়ই এগিয়ে আসবে। আমি বিশ্বাস করি মা মাটি ও মাতৃভূমির মান রক্ষায় কী করতে হবে তা দেশবাসী অচিরেই বুঝতে পারবে। চব্বিশের ষড়যন্ত্রকারীরা কেবল একাত্তর নয় নব্বুইয়ের গণঅভ্যুত্থানকেও পাশ কাটিয়ে হেয় করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।

রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে অনায়াসে। কিছু গ শ্রেণির রাজনৈতিক নেতারাও গা ভাসাচ্ছে বিগড়ে যাওয়া ক্ষমতা দখলদারিদের সাথে। খাল কেটে কুমির আনার ফলও অনেকেই পাচ্ছেন। আমার দেখতে শুনতে ভালোই লাগছে। যদিও ওরা জানে না ইতিহাস কাওকে ক্ষমা করে না। স্বদেশীয় ও আন্তর্জাতিক রাগব বোয়ালদের পরামর্শেই ওরা লাফালাফি করছে। আগামীতে রাগব বোয়ালরাই ওদের গিলে খাবে।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে তার সাথে কোনো কিছুর তুলনা করাটাই এক ধরনের মানিসিক ভারসাম্যহীনতার বহি:প্রকাশ ছাড়া আর কিছু হতে পারে না। মহান বিজয় দিবস বাঙালি জাতির এক গৌরবময় অধ্যায়। সে অধ্যায়ে যারা কালিমা লেপনে মরিয়া তাদের সাবধান হওয়া আবশ্যক। সকল ষড়যন্ত্র রোধে স্বাধীনতা রক্ষাই হোক নতুন প্রজন্মের অঙ্গীকার। জয় বাংলা

এ বিভাগের অন্যান্য