নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী প্রতারক ফয়সল গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

নবীগঞ্জে চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামী আশরাফুল ইসলাম ফয়সলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আশরাফুল ইসলাম ফয়সল নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজুল ইসলাম খানের পুত্র।

পুলিশ জানায়, গত রবিবার ৮ ডিসেম্বর নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম এর নির্দেশনায় এসআই খালেকসহ একদল পুলিশ নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। ৩১ লক্ষ ৪০ হাজার টাকা ডিজ অনার মামলায় তাকে ৬ মাসের কারাদন্ড ও টাকা ফেরত দেয়ার আদেশ দেন আদালত। এ মামলায় সে পলাতক ছিল।

এ বিভাগের অন্যান্য