দেশে এখনো ক্রান্তিকাল চলছে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আজ অনেকে অনেক ধরনের সংস্কারের কথা বলছেন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি, যে কাজ করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে তাকেই সংস্কার বলে।’
সংবিধান সংস্কারের প্রসঙ্গ ইঙ্গিত করে তিনি বলেন, ‘শুধু বইয়ের কিছু লাইন পরিবর্তন করলেই সংস্কার হয়ে যায় না। বেকারদের কর্মসংস্থান, নারীদের স্বাধীনতা, মানুষের নিরাপত্তা, স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে পারলে তাকেই সংস্কার বলব।
বক্তৃতাকালে তারেক রহমান সাম্প্রতিক প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘জনগণের অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়েছে। কিন্তু দেশে এখনো ক্রান্তিকাল চলছে।
মরহুম তরিকুল ইসলামের স্মৃতিচারণা করে তারেক রহমান বলেন, ‘তিনি ছিলেন গণমানুষের নেতা।
তিনি বলেন, ‘২০০৮-এর পর স্বৈরাচার জাতির কাঁধে চেপে বসে।
সমাবেশে আসা নতুন প্রজন্মের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘তরিকুল ইসলাম তৃণমূলের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করেননি, আদর্শবিচ্যুত হননি। তার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি নিজেও তার আদর্শ থেকে শেখার চেষ্টা করি।’
স্মরণসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। অন্যদের মধ্যে বক্তব্য দেন তরিকুল ইসলামের ছেলে ও দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, দলের সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্তকুমার কুন্ডু, যশোর জেলা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, ব্যবসায়ী নেতা চিন্ময় সাহা, প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, শিক্ষক প্রতিনিধি অধ্যক্ষ আইয়ুব হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।