হামাসের নতুন প্রধান খালেদ মেশাল!

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনহা হত্যার পর এবার নতুন নেতা হিসেবে খালেদ মেশালের নাম শোনা যাচ্ছে। যদিও হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে একাধিক সংবাদমাধ্যম খালেদের নাম প্রকাশিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। প্রথমে নিশ্চিত না করলেও আজ শুক্রবার ইসরায়েল জানিয়েছে, তাদের অভিযানে নিহত হয়েছেন হামাসের এই শীর্ষ নেতা। হামাস প্রধান হওয়ার আগে থেকেই ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজছিল ইসরায়েল। তিনি গোষ্ঠীটির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন। সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের নেতৃত্ব দিয়েছিলেন। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতে, ৭ অক্টোবরের হামলার ‘মাস্টারমাইন্ড’ তথা মূল পরিকল্পনাকারী তিনিই ছিলেন।

লেবাননের এলবিসিআই নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, নতুন প্রধান হচ্ছেন খালেদ মেশাল। খালেদ মেশাল হামাসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি এখন ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় জড়িত মূল দলগুলোর সঙ্গে যোগাযোগ করবেন।

এ বিভাগের অন্যান্য