এইচএসসিতে সবাইকে অটোপাস করানোর দাবির বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা
সিলেটের সময় ডেস্ক :
শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘এইচএসসি পরীক্ষার আসন্ন ঘোষিতব্য ফলের বিষয়ে স্বল্প সংখ্যক শিক্ষার্থীর পক্ষ থেকে একটা দাবি উঠেছে শুনেছি যে- সবাইকে পাস করাতে হবে। সবাইকে এখন অটোপাস করিয়ে দিলে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ যে শিক্ষার্থীরা কৃতকার্য হয়েছে, তাদের ফলাফলকে অবমূল্যায়ন করা হবে। কাজেই এ ধরনের দাবির কোনো যৌক্তিকতা দেখি না।’
আজ সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এসব কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এবারের এইচএসসির বাকি পরীক্ষাগুলো নিতে পারলেই ভালো হতো। সচিবালয়ে একটা অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে কর্তৃপক্ষকে তাৎক্ষণিক পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দিতে হয়েছিল। বোর্ড কর্তৃপক্ষ এখন পূর্বেকার দৃষ্টান্ত অনুসরণ করে এইচএসসির যে বিষয়গুলোর পরীক্ষা বাতিল হয়েছিল, তার সঙ্গে এসএসসির সম্পর্কিত বিষয়ের ফল সমন্বয়ে করে চূড়ান্ত ফল তৈরি করেছে বলে আমাকে জানিয়েছে।’
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এসএসসিতে যারা কোনো বিষয়ে অনুত্তীর্ণ হওয়ার কারণে পরবর্তী বছরে আবার পরীক্ষার সুযোগ নিয়েছে সে ফলও নেওয়া হয়েছে। কাজেই চূড়ান্ত ফলে যারা উত্তীর্ণ হবে না, তারা বঞ্চিত হয়েছে বলা যাবে না।