জৈন্তাপুরে যৌথবাহিনীর অভিযানে মাদক, নগদ টাকা উদ্ধার
সিলেটের সময় ডেস্ক :
সিলেটের জৈন্তাপুরে যৌথবাহিনীর অভিযানে ১৭ বোতল ভারতীয় মদসহ নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, শনিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৩০মিনিটে সেনাবাহিনীর সেকেন্ড লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমের নেতৃত্ব সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গেইট সংলগ্ন চা-বাগানে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় ১৭ বোতল ভারতীয় মদ সহ নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
এদিকে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ও নগদ টাকা ফেলে পালিয়ে যায়।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম। তিনি আরও বলেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উদ্ধার হওয়া মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।