সিসিকের দায়িত্ব পেলেন প্রধান নির্বাহী কর্মকর্তা

সিলেটের সময় ডেস্ক :

 

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেট সিটি করপোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলররা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এমতাবস্থায় এ প্রতিষ্ঠানের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরীকে সিসিকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে। সব ধরণের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার নিমিত্তে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি সিটি করপোরেশনের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করবেন।

পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রাপ্তির এই আদেশপত্র বুধবার দুপুরেই সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী পেয়েছেন বলে জানা গেছে।

তবে, বুধবার রাতে এ বিষয়ে জানতে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ইফতেখার আহমেদ চৌধুরীকে ফোন করা হলেও তিনি রিসিভ না করায় প্রতিক্রিয়া জানা যায়নি।

এদিকে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন সিটি করপোরেশনের অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সিটি করপোরেশন সূত্রে জানা যায়। সিটি করপোরেশনের প্যানেল মেয়ররাও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না।

এর পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশনের অনেক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে। তাই যেসব সিটি করপোরেশনে এরূপ পরিস্থিতি উদ্ভূত হয়েছে, সেসব সিটি করপোরেশনের সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার নিমিত্ত প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ ১৪ আগস্ট থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, ইফতেখার আহমেদ চৌধুরী চলতি বছরের ২১ জানুয়ারি সিলেট সিটি করপোরেশনের নতুন সিইও হিসেবে কর্মস্থলে যোগদান করেন।এর আগে তিনি সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পারসোনাল সেক্রেটারি (পিএস) হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ তিনি ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (যুগ্মসচিব) ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশন থেকে সিলেট সিটি করপোরেশনে বদলি করা হয়।

এ বিভাগের অন্যান্য