স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাত করে হত্যা
সিলেটের সময় ডেস্ক :
কুমিল্লার বরুড়া পৌরসভার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ বুধবার দুপুরে প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে বরুড়া পৌর সদর বাজারে নিজের ফল দোকানে ক্যাশে বসে ছিলেন কামাল হোসেন। আনুমানিক ১টার দিকে তার আপন ভাতিজা শামসুল ইসলাম ও সাইফুল ইসলাম ঘর ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটি করেন। একপর্যায়ে সাইফুল কামালের গায়ে আঘাত করে ও শামসু কামলের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। কামাল মাটিতে লুটিয়ে পড়লে শামসু ও সাইফুল পালিয়ে যায়।
এ সময় কামালের ছোট ভাই জামাল ও পথচারীরা বরুড়া সরকারিহাসপাতালে নিয়ে যায় কামালকে। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ প্রেরণ করলে পথে তার মৃত্যু ঘটে।
স্থানীয়রা জানান, বাজারে ঘর নিয়ে চাচা-ভাতিজার বিরোধ রয়েছে। সাইফুল শামসুর মা আজ সকালে বলে তাকে (কামাল) মেরে ফেল, কি হবে। এই কথায় ছেলেদের আরও সাহস বেড়ে যায়।
এ ঘটনায় বাজারে আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার সাথে সাথে উত্তেজিত জনতা শামসুর ছোট ভাইয়ের বসত ঘরে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেন।স্থানীয়রা বলেন, সাইফুল শামসু মাদকের সাথে জড়িত। পুলিশ থানা থেকে বের না হওয়ায় আইনশৃঙ্খলা আরও অবনতি হচ্ছে।