পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ আইজিপির
সিলেটের সময় ডেস্ক :
রাজারবাগ পুলিশ লাইনস, পিওএম, এপিবিএনস, সব মহানগর এবং জেলা পুলিশ লাইনসসহ বিশেষায়িত সব পুলিশ ইউনিটের অফিসার ও ফোর্সকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
আজ বুধবার আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে ও হাইওয়ে থানার অফিসার ও ফোর্স স্ব স্ব পুলিশ লাইনসে যোগাদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
ময়নুল ইসলাম বলেন, ‘আমি পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকল স্তরের সহকর্মীকে সামাজিক মাধ্যমে কোনো প্রকার ব্যক্তিগত, সমিতি, ব্যাচ, অ্যাসোসিয়েশনের মাধ্যমে কোন দাবি, মন্তব্য, প্রতিউত্তর প্রদানে বিরত থাকার নির্দেশ প্রদান করছি।’
তিনি আরও বলেন, ‘আমি আর একটি কথা পুর্নব্যক্ত করতে চাই, আমরা বর্তমান পরিস্থিতি যথাযথ মূল্যায়ন করে জননিরাপত্তাকে প্রাধান্য দিয়ে জনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি এবং সে লক্ষ্য পূরণে সকলে মিলে কাজ করছি।’
সবার সহযোগিতা চেয়ে আইজিপি বলেন, ‘আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে আমাদের পেশাগত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।’