গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক-১

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি উপজেলার ভাদেশ্বর ভাঙ্গা গ্রামের সেলিম উদ্দিন’র ছেলে মো. রাসেল আহমদ (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ আগষ্ট) ভোর রাতে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. সাহিদুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের দিকনির্দেশনায় এসআই পার্থ সারথি দাসসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদসহ রাসেলকে আটক করেন।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

ভারতীয় মদসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম পিপিএম বলেন, মাদক নিয়ন্ত্রণ ও দমনে টিম গোয়াইনঘাট সবসময় তৎপরতা রয়েছে। এরই ধারাবাহিকতায় থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪/১৭২, তাং-০১/০৮/২০২৪ইং।

এ বিভাগের অন্যান্য