ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিলেটের সময় ডেস্ক :

 

ফরিদপুরের ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত ও ৪০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শাহজালাল পরিবহণের চালক পান্নু সরদারের (৫৫) পরিচয় জানা গেছে। অন্য দুইজনের পরিচয় জানা যায়নি। তারা বাসের যাত্রী ছিলেন। এদিকে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ নোমান বলেন, ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি বাসের সঙ্গে মাদারীপুর থেকে ফরিদপুরগামী শাহজালাল পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ড্রাইভারসহ তিনজন নিহত হন। নিহত তিনজনই শাহজালাল পরিবহণের। আহতের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠাই।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার মো. আবু জাফর বলেন, আমরা নিহত ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে প্রেরণ করি। আটকে পড়া বিআরটিসি বাসের ড্রাইভারকে ১ ঘণ্টা পর উদ্ধার করি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, উদ্ধার কাজ চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

এ বিভাগের অন্যান্য