মায়ের ইচ্ছায় সাত বিয়ে রবিজুলের, দুই স্ত্রীকে বাড়িছাড়া করলেন মাতব্বররা
সাতটি বিয়ে করে এক বছর ধরে সাত স্ত্রীকে নিয়ে একই বাড়িতে সংসার করে আসছেন কুষ্টিয়া সদর উপজেলার রবিজুল ইসলাম (৩৮)। কিন্তু শনিবার (৮ জুন) দুপুরে রবিজুলের দুই স্ত্রীকে জোরপূর্বক তার বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন রবিজুল।
রবিজুল জানান, শনিবার সকাল ৮টায় গ্রামের মাতব্বররা তাকে এবং তার স্ত্রীদেরকে পাটিকাবাড়ি বাজারে ডেকে নিয়ে জোর করে দলিলে আমাদের সই নেন।
এ বিষয়ে রবিজুলের স্ত্রী বানু ও মিতা বলেন, ‘স্বামীর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। গ্রামের মাতব্বররা জোর করে ভয়ভীতি দেখিয়ে দলিলে সই নিয়েছে এবং স্বামীর বাড়ি থেকে বের করে দিয়েছে।’
এ বিষয়ে কথা বলার জন্য পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান কানুর মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি।