বাংলাদেশকে হারিয়ে যে হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের পেসার

খেলাধুলা ডেস্ক ঃ

 

বাংলাদেশের বিপক্ষে পরপর দুই টি-টোয়েন্টি ম্যাচ জিতে ক্রিকেটবিশ্বকে হতবাক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সিরিজ। প্রথম ম্যাচে হারমিত সিং নায়ক হলেও দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের নায়ক পেসার আলি খান। মাত্র ২৫ রানের বিনিময়ে বাংলাদেশের ৩ উইকেট নেন তিনি।

বাংলাদেশকে হারিয় নিজেদের সামর্থ্যের জানান দিলেন আলি। বললেন, বাংলাদেশের বিপক্ষে জয় কোনো ‘অঘটন’ নয়। আসছে বিশ্বকাপে আরও কয়েকটি বিপর্যয় ঘটানোর অপেক্ষায় আছেন বলেও হুমকি দিয়ে রাখলেন তিনি। প্রসঙ্গত, বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই গ্রুপের অন্য দলগুলো হলো- ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডা।

আলি বলেন, ‘আমরা (যুক্তরাষ্ট্র) ক্ষুধার্ত এবং আমাদের সামনে যারা আসবে সবাইকে শিকারের চেষ্টা করবো। এটি এমন একটি সময় যেখানে আমরা কিছু পরিবর্তন করতে পারি এবং সামঞ্জস্য করতে পারি। দলটি বেশ ভারসাম্যপূর্ণ এবং দলের ক্রিকেটাররা সবাই ক্ষুধার্ত।’

দ্রুতগতির এই পেসার আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রকে আমাদের ক্রিকেট বিশ্বের মানচিত্রে তুলে ধরতে হবে। মাঝে-মধ্যে আপনি যখন বড় কোনো দলের বিপক্ষে জিতবেন, তারা বলবে, আচ্ছা এটা অঘটন ছিল। কিন্তু তাদেরকে পরপর দুইবার হারানো ও সিরিজ জেতা কোনো ‘‘ফ্লুক’’ বা অঘটন নয়।’

শেষের দিকে ৩ উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন আলি। সেই সময়ের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘অধিনায়ক (মোনাক প্যাটেল) আমাকে প্রস্তুত থাকতে বলেছিলেন এবং আমি সেই অনুযায়ী প্রস্তুত হয়েছি। আমি জানতাম, পরিস্থিতি অনুযায়ী ১৮তম ও ২০তম ওভার অথবা ১৭তম ও ১৯তম ওভারে বোলিং করতে হবে আমার। আমি আসার আগেই আমরা একটি ব্রেকথ্রু পেয়েছি এবং সেটা বাংলাদেশকে চাপে ফেলেছে। আমি শুধু নিজের ওপর বিশ্বাস রেখেছি এবং ডেথে যা করতে পারি তা করার চেষ্টা করেছি।’

এ বিভাগের অন্যান্য