কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দখলে নেওয়া ভবনে ঢুকেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দখলে নেওয়া ভবনে প্রবেশ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশের বিশাল বহর ভবনটিতে প্রবেশ করে। এতে বিশ্ববিদ্যালয়টিতে উত্তেজনা আরও বেড়েছে।

এর আগে, ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা তাদের চলমান প্রতিবাদের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবন (হ্যামিল্টন হল) দখলে নেয়। তারা ভবনটির ভেতরে অবস্থান নেন। ভবনের প্রবেশপথ অবরুদ্ধ করে রাখেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হ্যামিল্টন হল থেকে বিক্ষোভকারীদের সরাতে ভবনে প্রবেশ করেছে নিউইয়র্ক পুলিশ। বিক্ষোভকারীদের দখলে নেওয়া একাডেমিক ভবন হ্যামিল্টন হলে ক্রেনের মতো গাড়ি থেকে মই লাগিয়ে জানালা দিয়ে একে একে প্রবেশ করেন তারা।

পুলিশ জানায়, ভবনটি নিরাপদ করা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে সেখান থেকে বের করা এবং গ্রেফতারের উদ্দেশে একটি অভিযান হতে যাচ্ছে।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেই সপ্তাহ দুয়েক আগে গাজায় ইসরায়েলি আগ্রাসনবিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে।

এ বিভাগের অন্যান্য