আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মর্তুজা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাতে হবিগঞ্জ শহরের আলমশেঠ এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, একটি মামলায় মর্তুজা হাসানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর তিনি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এতদিন যাবত গ্রেপ্তার হননি।সম্প্রতি তার গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি সামনে আসে।

ওসি ডালিম আহমেদ বলেন, আজ ভোর রাতে হবিগঞ্জ ডিবি পুলিশ ও আজমিরীগঞ্জ পুলিশ যৌথ অভিযান চালিয়ে শহরের আলমশেঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।

এ বিভাগের অন্যান্য