ধোনি মাঠে ঢুকতেই যে ‘সতর্কবার্তা’ পেলেন ডি ককের স্ত্রী
খেলাধুলা ডেস্ক ঃ
ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ভারতকে বেশ কিছু শিরোপা জিতিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দল থেকে এখন অনেক দূরে উইকেটকিপার এই তারকা। সর্বশেষ ২০১৯ সালে খেলেছিলেন ‘ক্যাপ্টেন কুল’। এখন শুধুই আইপিএলে খেলে থাকেন এই তারকা। তবে তাতে তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। সেটি আরও একবার স্মরণ করিয়ে দিলেন কুইন্টন ডি ককের স্ত্রী।
ঘটনা খোলাসা করা যাক। গতকাল শুক্রবার মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস ও কুইন্টন ডি ককের দল লখনৌ সুপার জায়ান্টস। লখনৌয়ের ঘরের মাঠে চেন্নাইয়ের সমর্থনও কম ছিল না, বিশেষ করে ধোনির জন্যই গলা ফাটিয়েছেন গ্যালারিতে থাকা দর্শকরা।
এদিন প্রথমে ব্যাট করা চেন্নাইয়ের ১৮তম ওভারে মাঠে নামেন ধোনি। আইপিএলে গত ২ আসর ধরেই শেষের দিকে নামছেন বিশ্বকাপজয়ী এই তারকা। বরাবরের মতোই গতকালও ম্যাচে ‘ইমপ্যাক্ট’ রেখেছেন তিনি। মাত্র ৯ বলে ২টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে করেছেন মূল্যবান ২৮* রান। তার এই ক্যামিওতেই ১৭৬ রান পর্যন্ত যেতে পারে চেন্নাই।
ধোনির এই ক্যামিওতে মজেছেন লখনৌয়ের একনা স্টেডিয়ামের গ্যালারিতে হাজির দর্শকরাও। স্ট্যান্ডে হাজির ছিলেন লখনৌয়ের উইকেটকিপার ডি ককের স্ত্রী সাশাও। ধোনির জন্য দর্শকরা যখন উচ্চস্বরে উল্লাসে ফেটে পড়েছিল তখন ডেসিবেলের মাত্রা বেড়ে গিয়েছিল। এই উচ্চশব্দের ব্যাপারে স্মার্টওয়াচে সতর্কতা পেয়েছেন সাশা। পরে সেটি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।
ইনস্টাগ্রাম স্টোরিতে ঘড়ির সেই সতর্কবার্তার ছবি তুলে ক্যাপশনে সাশা লেখেন, ‘যখন এমএসধোনি ব্যাট করতে নামেন’। স্মার্টওয়াচের সেই সতর্কবার্তায় লেখা ছিল, ‘উচ্চ শব্দময় পরিবেশ- শব্দের মাত্রা ৯৫ ডেসিবেল ছুঁয়েছে। এই মাত্রা মাত্র ১০ মিনিট স্থায়ী হলেই শ্রবণশক্তি হ্রাস পেতে পারে।’
লখনৌয়ের মাঠে ধোনির প্রভাব টের পেয়েছেন দলটির অধিনায়ক লোকেশ রাহুলও। তিনি বলেছেন, ‘(চেন্নাইকে) ১৬০ রানে আটকাতে পারলে আমি খুশি হতাম।… কিন্তু যখন ধোনি মাঠে নামেন তখন বোলাররা (লখনৌয়ের) কিছুটা ভীত হয়ে পড়ে। তিনি (ধোনি) আসেন, তখন বোলাররা চাপে ছিল, (গ্যালারিতে) গর্জন আসলেই অনেক বেশি ছিল।’