মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশি গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক ঃ
মালয়েশিয়ার জোহর বাহরুতে ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের হটস্পট এলাকায় অপস সাবু নামের অভিযানে এদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৬ এপ্রিল) জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর বাহারুদ্দীন বিন তাহির এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বাহারুদ্দীন বিন তাহির বলেন, ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দল সোমবার দিনগত গভীর রাতে ১৫টি হটস্পট এলাকায় বৈধ পাস/পারমিট নেই এমন অনেক বিদেশি নাগরিক রয়েছেন বলে তথ্য পায়। জনসাধারণের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ১১৫ বিদেশির কাগজপত্র পরীক্ষা করে তাদের মধ্য থেকে বৈধ কাগজপত্র নেই এমন ২৬ জনকে গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ৬(১) (সি) এবং ধারা ১৫(১) এর এবং অভিবাসন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) আইনের অধীনে এসব প্রবাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক। তাদের বয়স ২১ থেকে ৪৯ বছরের মধ্যে।