ইসরাইলে ইরানি হামলার নিন্দা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরাইলকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন। শনিবার ইরানি হামলা শুরুর পর তিনি এই নিন্দা জানান।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এ খবর দিয়েছে।

এক বিবৃতিতে ঋষি সুনাক বলেছেন, এই হামলা উত্তেজনা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করার ঝুঁকি উসকে দিতে পারে। ইরান আবারও প্রমাণ করেছে, তারা নিজের চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

তিনি আরও বলেছেন, ইসরাইল এবং জর্ডান ও ইরাকসহ সব আঞ্চলিক অংশীদারের পাশে থাকা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের মিত্রদের পাশাপাশি আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে এবং আরও উত্তেজনা রোধ করতে জরুরিভাবে কাজ করছি। কেউ আর রক্তপাত দেখতে চায় না।

এ বিভাগের অন্যান্য