পহেলা বৈশাখ উদযাপনে বিভিন্ন কর্মসূচি সম্মিলিত সাংস্কৃতিক জোটের
বাঙালির সবচেয়ে বড় ও সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ-১৪৩১ উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালন করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা’- এই প্রতিপাদ্যে আগামীকাল রবিবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটির উদ্বোধন করবেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট- আইটিআই এর সাম্মানিক বৈশ্বিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। উদ্বোধনপর্বে অংশ নেবেন জোট নেতৃবৃন্দসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
আয়োজনে থাকছে একক ও দলীয় গান, নাচ ও আবৃত্তি এবং পথনাটক।
সূত্র : বাসস