ঈদের দিন মাজারে যাওয়ার পথে ট্রাক খাদে, নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক ঃ
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাব জেলার শাহ নুরানি মাজারে যাওয়ার পথে তীর্থযাত্রীদের বহনকারী একটি ট্রাক খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন।
গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ওই দিন পাকিস্তানে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, আহত যাত্রীদের দেখতে সিভিল হাসপাতালের ট্রমা সেন্টার পরিদর্শনে যান সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। আহতদের পাঁচজন সেখানে ভেন্টিলেটরে রয়েছেন।
মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, আহত দুই শিশু জাতীয় শিশু ইনস্টিটিউটে (এনআইসিএইচ) চিকিৎসাধীন রয়েছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে চেষ্টা চলছে।
দুর্ঘটনাকবলিত গাড়ির যাত্রীদের বেশিরভাগই পাথর ভাঙার কাজ করতেন বলে জানান মুখ্যমন্ত্রী।
দুর্ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘গতকাল রাতে যখন ঘটনাটি ঘটে, তখন আমাদের প্রধান উদ্বেগ ছিল আহতদের হাসপাতালে নেওয়া এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা। কেন এ দুর্ঘটনা ঘটল, তা বেলুচিস্তান সরকার তদন্ত করবে।’
পুলিশ কর্মকর্তা (এসডিপিও) সাকর ওয়াজিদ আলি বলেন, ট্রাকে করে অন্তত ৭০ জন মাজারে যাচ্ছিলেন। পথে একটি বাঁক নেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের চালক করিম বক্সকে হেফাজতে নেওয়া হয়েছে।