গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সদরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বুধবার রাত ১০টা থেকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি ও কুটিবাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু দোকানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, গ্রেপ্তার আতঙ্কে আহতরা কেউ হাসপাতালে চিকিৎসা না নিয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এলাকার পরিস্থিতি শান্ত থাকলেও পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।