বোনের ‘আত্মহত্যা ঠেকাতে’ বোরকা পরে পরীক্ষাকেন্দ্রে ইব্রাহিম

সিলেটের সময় ডেস্ক :

 

বোরকা পরে বোনের দাখিল পরীক্ষা দিতে গিয়েছিলেন বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম (১৯)। কিন্তু পরীক্ষাকেন্দ্রে ধরা পড়েন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ার শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরিদর্শক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াস বলেন, আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা দিতে গতকাল ছোট বোনের বোরকা পড়ে কেন্দ্রে এসেছিলেন ইব্রাহিম। এ সময় দায়িত্বরত শিক্ষকের সন্দেহ হলে মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে নিয়ে তার বোরকা খোলা হয়। তখন দেখা যায় তিনি পুরুষ। পরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঞা জনীকে জানানো হয়। তিনি এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইব্রাহিমকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘গত বছর ছোট বোন দাখিল পরীক্ষায় ফেল করায় আত্মহত্যার চেষ্টা করেছিল। এবার এই পরীক্ষায় আবার ফেল করলে সে আত্মহত্যা করতে পারে, তাই ছোট বোনকে পাস করানোর জন্য বোরকা পরে মেয়ে সেজে পরীক্ষা দিতে এসেছিলাম।’

এ বিভাগের অন্যান্য