পুলিশ ও বিজিবির মধ্যে কোনো সমন্বয় নেই: চুন্নু
কোনোভাবেই মানব পাচার থামছে না বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি অভিযোগ করেছেন, পুলিশ ও বিজিবির মধ্যে কোনো সমন্বয় নেই। যে কারণে এই পাচার বন্ধ করা যাচ্ছে না।
সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা জানান।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সীমান্ত এলাকায় অভিযান নিয়ে মাঝেমধ্যেই বিবাদে জড়িয়ে সভায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘আইনে আছে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে বিজিবি চাইলে অপারেশন করতে পারে, পাচারকারীদের ধরতে পারে। পুলিশ তো যেকোনো জায়গায় যেতে পারে। কিন্তু যখন পুলিশ ধরতে যায়, সীমান্তে আট কিলোমিটারের মধ্যে তখন আবার বিজিবি পুলিশকে বাধা দেয়। পুলিশ এবং বিজিবির মধ্যে কোনো সমন্বয় নাই।