বিশ্ব এখন ‘বিশৃঙ্খলার যুগে’: জাতিসংঘ প্রধান

সিলেটের সময় ডেস্ক :

 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব এখন ‘বিশৃঙ্খলার যুগে’ প্রবেশ করছে। কারণ, নিরাপত্তা পরিষদ গভীরভাবে বিভক্ত হয়ে পড়ায় ইসরায়েল-হামাস যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সমাধান করতে অক্ষম।

বুধবার গাজা যুদ্ধ পঞ্চম মাসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গুতেরেস সতর্ক করে দিয়েছেন, যদি ইসরায়েলি সশস্ত্র বাহিনী দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর দিকে অগ্রসর হয় তবে এটি ‘তাত্ত্বিকভাবে অবর্ণনীয় আঞ্চলিক পরিণতিসহ একটি মানবিক দুঃস্বপ্ন বৃদ্ধি করবে।’

৭ অক্টোবরের নজিরবিহীন হামলার পর হামাসকে ধ্বংস করার জন্য ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বিরামহীন বোমাবর্ষণ করেছে এবং সর্বাত্মক স্থল আক্রমণ চালিয়েছে। যার ফলে দশ লাখেরও বেশি লোক দক্ষিণ দিকে বাস্তুচ্যুত হয়েছে।

বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তৃতার সময় তার ২০২৪ অগ্রাধিকারগুলো উপস্থাপনকালে গুতেরেস বলেছেন, ‘অবিলম্বে একটি মানবিক যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিদের নিঃশর্ত মুক্তির দেওয়ার এখনই সময়।’

বক্তৃতায় তিনি অন্যান্য সংস্কারের মধ্যে নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।
সেপ্টেম্বরে তার ‘সামিট অফ দ্য ফিউচার’কে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করে পরিস্থিতি মোকাবেলা করার জন্য কর্মহীনতাকে আগের যে কোন সময়ের চেয়ে আরও ‘গভীর এবং আরও বিপজ্জনক’ বলে অভিহিত করেন তিনি।

সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী গুতেরেস বলেছেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তির প্রশ্নগুলোর প্রাথমিক প্ল্যাটফর্ম ভূ-রাজনৈতিক অচলাবস্থার কারণে’ দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদ এবারই প্রথম বিভক্ত হয়নি।’ তবে এবারের বিভক্তি সবচেয়ে বেশি ‘গভীর এবং বিপজ্জনক।’

মহাসচিব বলেছেন, স্নায়ু যুদ্ধের সময় থেকে ভিন্ন, যখন ‘সুপ্রতিষ্ঠিত প্রক্রিয়াগুলো পরাশক্তিকে পরিচালনা করতে সাহায্য করেছিল’, সেই প্রক্রিয়াগুলো ‘আজকের বহুমুখী বিশ্বে’ হারিয়ে গেছে।

জাতিসংঘ প্রধান সতর্ক করেছেন ‘আমাদের বিশ্ব আজ একটি বিপজ্জনক এবং অপ্রত্যাশিত ‘বিশৃঙ্খলার যুগে প্রবেশ করছে’।

এ বিভাগের অন্যান্য