জামালগঞ্জে বঙ্গবন্ধু মুক্তিযোদ্বা সৈনিকলীগের আহ্বায়ক কমিটি গঠন

সিলেটের সময় ডেস্ক :

 

সুনামগঞ্জের জামালগঞ্জে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা সৈনিক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ আলীর সভাপতিত্বে ও মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু মুক্তিযোদ্বা সৈনিক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম তাজুল ইসলাম তারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু মুক্তিযোদ্বা সৈনিক লীগের আহ্বায়ক মাহমুদুল হক রুপক, যুগ্ন আহ্বায়ক শাহনাজ পারভীন, মো. জহির উদ্দিন, জেলা সদস্য সচিব মিজানুর রহমান নাজিম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম কলমদর।
এসময় মো. নূর জামালকে জামালগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও
মো. রিয়াজ মিয়াকে সদস্য সচিব করে ৫৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন, নিপেন্দ্র বিশ্বাস, আব্দুর রহমান, ডরিন বেগম, আমির হোসেন।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ড সভাপতি আবুল হোসেন, বঙ্গবন্ধু মুক্তিযোদ্বা সৈনিকলীগের জেলা আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তান মো. আল আলাল, উপজেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা সন্তান আব্দুল বাছিত, বীর মুক্তিযোদ্বা সন্তান জিতু মিয়া, বীর মুক্তিযোদ্বা সন্তান নিতাই পাল ও আবু জাহের।

এ বিভাগের অন্যান্য