রওশনের জাপার প্রেসিডিয়ামে ৪ জনের নাম অন্তর্ভুক্ত
সিলেটের সময় ডেস্ক :
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান বেগম রওশন এরশাদের ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক আগের কমিটি থেকে বাদ পড়া চারজন প্রেসিডিয়াম সদস্যকে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার জাপার মুখপাত্র সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাপার প্রেসিডিয়াম সদস্য হিসাবে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা হলেন- অধ্যাপক দেলোয়ার হোসেন খাঁন (চাঁদপুর), গোলাম সরোয়ার মিলন (মানিকগঞ্জ), ফখরুজ্জামান জাহাঙ্গীর (রংপুর) এবং জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী)। এছাড়া পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে যাদের অব্যাহতি দেওয়া হয়েছিল কিংবা বহিষ্কার করা হয়েছিল, তারা সবাই স্ব-স্ব পদে বহাল থাকবেন বলেও পার্টি চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।