মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সিলেটের সময় ডেস্ক :
এসিডে ঝলসে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. নাঈম মল্লিককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নাঈমের বাড়ি সদর উপজেলার বেতিলা গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সাথী তার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে নাঈমকে তালাক দেয়। প্রতিহিংসার বশবর্তী হয়ে ২০২২ সালে ২৯ জানুয়ারী তার ডিভোর্সী স্ত্রী সাথী আক্তারকে এসিড ছুরে মারলে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ দিন পর মারা যায়। ১৩ জন সাক্ষীর মাধ্যমে অভিযোগ প্রমানিত হওয়ায় এই আদেশ প্রদান করেন আদালত।