পররাষ্ট্রমন্ত্রীর ‘পরোয়া করি না’ বক্তব্যের প্রতিক্রিয়া জানাল জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক ঃ
‘জাতিসংঘের পক্ষ থেকে কে কী বলছে, আমরা তা পরোয়া করি না’- পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। গতকাল বুধবার নিয়মিত ব্রিফিং চলাকালীন এক প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে মন্তব্য করেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক।
‘বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (ড. হাছান মাহমুদ) জাতিসংঘের মৌলিক অধিকারকে সম্মান করার আহ্বান নাকচ করে দিয়েছেন’- এক সাংবাদিক এমন প্রসঙ্গ তুললে সরাসরি উত্তর এড়িয়ে যান জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র। এ সময় তিনি মানবাধিকার কাউন্সিলের দায়িত্বের কথা সামনে আনেন।
ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশ সরকার জাতিসংঘের মৌলিক অধিকারকে সম্মান করার আহ্বান নাকচ করে দিয়েছে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘জাতিসংঘের পক্ষ থেকে কে কী বলছে, আমরা তা পরোয়া করি না’। আমার প্রশ্ন- শুধু উদ্বেগ প্রকাশ ছাড়া, মানবাধিকার, ভোটদান ও মৌলিক অধিকারের চরম লঙ্ঘনের জন্য সদস্য রাষ্ট্রকে জবাবদিহিতার আওতার আনার কোনো ব্যবস্থা কী জাতিসংঘের রয়েছে?’
জবাবে দুজারিক বলেন, ‘ভালো বলেছেন, (এমনটি) আছে… আমি বলব যেকোনো সদস্য রাষ্ট্রের জন্য সম্ভবত সবচেয়ে কার্যকর ব্যবস্থা হলো মানবাধিকার কাউন্সিলের মাধ্যমে সর্বজনীন পর্যায়ক্রমিক পর্যালোচনা করা।’