চেয়ারম্যানের হামলায় সাবেক চেয়ারম্যান নিহতের অভিযোগ

সিলেটের সময় ডেস্ক :

 

স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে তার অনুসারীদের হামলায় সাবেক চেয়ারম্যান শেখর সিকদার নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুড়িয়ানা বাজারে এ ঘটনা ঘটে।

কুড়িয়ানা বাজারের ব্যবসায়ী সজল সিকদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে শেখর সিকদার তার চায়ের দোকানের সামনে দিয়ে পাশের কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে তার অনুসারীরা শেখর সিকদারের ওপর হামলা চালান।  মিঠুনের সঙ্গে থাকা পঙ্কজ ও শংকর তাকে পিটিয়ে মাটিতে ফেলে দেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল।

ওসি গোলাম সারোয়ার বলেন, লাশ হাসপাতালে রয়েছে।  ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য