ডিএমপির অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন কারাবন্দী মির্জা ফখরুল

সিলেটের সময় ডেস্ক :

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির কারাবন্দী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতাকে।

আজ সোমবার সকালে ডিএমপির পক্ষ থেকে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পাঠানো হয়। বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

তাইফুল ইসলাম টিপু জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনটি চিঠি দিয়ে গেছে ডিএমপি। চিঠিতে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর থেকে কারাগারে বন্দী আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিভাগের অন্যান্য