দেশি পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১৫ টাকা
সরবরাহ কমে যাওয়ায় এক রাতের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা। দেশি মুড়িকাটা পেঁয়াজ বেড়ে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে দেশি পেঁয়াজের। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
আজ রবিবার হিলি স্থলবন্দরের বাজার ঘুরে দেখা যায়, দেশি মুড়িকাটা পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গতকাল শনিবার ৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এতে করে কেজি প্রতি বেড়েছে ১৫ টাকা।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মোখলেছুর রহমান বলেন, ‘আমি গত সপ্তাহে ৬৫ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ কিনেছি।
আরেক পেঁয়াজ ক্রেতা মনোয়ারা বেওয়া বলেন, ‘আমি দুই দিন আগে ৬৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আজ বাজার করতে আসলাম, এসে দেখি পেঁয়াজের দাম বেশি। আমি এক কেজি পেঁয়াজ কিনলাম ৮০ টাকা দিয়ে।’
হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা মোকারম হোসেন বলেন, ‘আমরা খুচরা বিক্রেতারা ৭৭ টাকা কেজি পেঁয়াজ কিনে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি।
হিলি বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, ‘দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। তাই মোকামেই দাম বেশি। আজকে মোকামেই তিন হাজার টাকা মণ পেঁয়াজ কিনেছি। এতে মোকামেই ৭৫ টাকা কেজি পড়ছে। এরপর গাড়ি ভাড়া আছে। আমরা কেজিপ্রতি দুই-এক টাকা লাভ রেখে বিক্রি করে থাকি। আবার কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করি। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে দাম কমে আসতে পারে।’