শেষ মুহূর্তে এসে হেরে গেলো বার্সেলোনা
খেলাধুলা ডেস্ক ঃ
৯০+৯ মিনিট পর্যন্ত ম্যাচের চিত্র ৩-৩। পয়েন্ট হারালেও বার্সেলোনা হারবে না এ বিশ্বাস নিয়ে হয়তো স্বাগতিক দর্শকরা মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলো। কিন্তু সর্বনাশটা তখনই ঘটে গেছে। ৯০+৯ মিনিটে একটি, তিন মিনিট পর (৯০+১২ মিনিটে) আরও একটি গোল হজম করে বসে বার্সা।
শেষ পর্যন্ত ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলের ব্যবধানে হতাশাজনক পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় জাভি হার্নান্দেজের শিষ্যদের।