তামাবিল শুল্ক স্টেশন আয়োজিত আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন

সিলেটের সময় ডেস্ক :

 

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে তামাবিল শুল্ক স্টেশন আয়োজিত এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তামাবিল শুল্ক স্টেশনের সহকারি কমিশনার আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নিবার্হী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।

বিশেষ অতিথি ছিলেন তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী, সহ-সভাপতি (সিআইপি) মো: জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার পরিচালক সারোয়ার হোসেন (সেদু), তামাবিল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো: বদিউজ্জামান মামুন, তামাবিল বিজিবি কোম্পানী কমান্ডার রজব আলী।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি’তে সরকারি রাজস্ব আদায়ে মুখ্য ভূমিকা পালন করে আসছে দেশের শুল্ক স্টেশন সমুহ। তামাবিল স্থলবন্দর সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ণ রাজস্ব আয় অর্জন কারী প্রতিষ্ঠান।

তামাবিল স্থলবন্দর-কে একটি আন্তর্জাতিক মানের ব্যবসা-বাণিজ্যের প্রাণ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করতে আমদানিকারক ব্যবসায়ী, প্রশাসন সহ সবাই-কে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন তামাবিল শুল্ক স্টেশন সুপার (রাজস্ব) কর্মকর্তা মো: সালেহ আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন তামাবিল শুল্ক স্টেশনের সুপার (রাজস্ব) কর্মকর্তা মির্জা সাঈদ হাসান ফরমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সদস্য জাকির হোসেন (আর্মি), আব্দুল করিম রাসেল, ইসমাইল হোসাইন।

অনুষ্ঠানে তামাবিল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা, স্থলবন্দরের আমদানিকারক ব্যবসায়ী সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য