ঝিনাইদহে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিলেটের সময় ডেস্ক :

 

ঝিনাইদহ শহরের জেলা পরিষদ এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো-সদর উপজেলার মুরারীদহ গ্রামের স্বরজিৎ বিশ্বাসের ছেলে কিশোর বিশ্বাস ও সাইদুল বিশ্বাসের ছেলে রাজিব হোসেন।

এই তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পরিষদ এলাকায় দুই মাদক কারবারি ইয়াবা বেচাকেনা করছে বলে জানা যায়। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

আটককৃতদের তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য