বাসে বাসে চাঁদাবাজির অভিযোগ, রংপুরে যাচ্ছে না রাজশাহীর কোনো বাস
রাজশাহীর কোনো যাত্রীবাহী বাস রংপুর যাচ্ছে না। আজ বৃহস্পতিবার সকাল থেকে রংপুরের সঙ্গে বাস যোগাযোগ বন্ধ রয়েছে। আগে রংপুরে যেত এমন বাসগুলো আজ বগুড়া পর্যন্ত যাচ্ছে। রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আমিনুল ইসলাম বলেন, ‘গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাসগুলোতে চাঁদাবাজি করা হয়। এর প্রতিবাদে কুড়িগ্রাম-রংপুরের বাস বন্ধ করা হয়েছে। এর সঙ্গে একাত্মতা জানিয়ে রাজশাহী বিভাগের কোনো বাস রংপুর বিভাগে চলাচল না করার সিদ্ধান্ত নিয়েছে।’
রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, ‘বাস চলাচলের ক্ষেত্রে রাজশাহীর মালিকদের কোনো সমস্যা নেই।