৪৫ ও ৪৬তম বিসিএসের পরীক্ষার সময়সূচি প্রকাশ
৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার সময়সূচিসহ হলভিত্তিক আসনসংখ্যা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৩ জানুয়ারি। অন্যদিকে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
আজ বৃহস্পতিবার পিএসসির ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২-এর লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) শুরু হবে ২৩ জানুয়ারি। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস পরীক্ষা ২০২৩-এর প্রিলিমিনারি টেস্ট ৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দেশের ৮ বিভাগে একযোগে এই পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলবে।
উভয় পরীক্ষার্থীদের সময়সূচি, হলভিত্তিক আসনব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পিএসসির ওয়েবসাইট বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।