৪ দিনের মধ্যে চালের দাম না কমালে আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

সিলেটের সময় ডেস্ক :

 

ধান-চাল বাজারমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে বড় হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, চারদিনের মধ্যে চালের দাম কমিয়ে আগের দামে না আনলে মজুদকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বিকালে খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ধান-চাল বাজারমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দাম না কমলে প্রয়োজনে চাল আমদানি করা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য