এক দিনেই ছন্দঃপতন মহেশের গুন্টুর কারামের
মহেশ বাবুর বহুল প্রত্যাশিত ‘গুন্টুর কারাম’ শুক্রবার মুক্তির প্রথম দিন ৪১.৩০ কোটি আয় করে বেশ দুর্দান্ত শুরু করেছিল। কিন্তু গল্প ও নির্মাণে দর্শক প্রত্যাশা পূরণ করতে পারেনি এটি। তাই নেতিবাচক দর্শক প্রতিক্রিয়ায় শনিবার সিনেমাটির আয় কমেছে। রীতিমতো ছন্দঃপতন হয়েছে এটির।
প্রতিবেদন অনুসারে, শনিবার মহেশ বাবুর গুন্টুর কারামের তেলুগুতে ৪৬.০২ শতাংশ দর্শক আসন দখলে ছিল।
এদিকে শনিবার মহেশ বাবু দর্শকদের সাথে ‘গুন্টুর কারাম’ দেখতে হায়দরাবাদের একটি থিয়েটারে গিয়েছিলেন। দক্ষিণের সুপারস্টারকে তাঁর ভক্তদের সঙ্গে শো উপভোগ করার পাশাপাশি ছবি তুলতে দেখা গেছে। তবে সিনেমাটির নেগেটিভ রিভিউ বেশ ভালো প্রভাব ফেলেছে বক্স অফিসে। এক দিনেই আয়ের এমন পতন রীতিমতো চিন্তায় ফেলেছে নির্মাতাদের। ২০০ কোটির বিশাল বাজেটে নির্মিত হয়েছে ‘গুন্টুর কারাম’।
ত্রিবিক্রম শ্রীনিবাসের চিত্রনাট্য ও পরিচালনায় মহেশ বাবু ছাড়া ‘গুন্টুর কারাম’-এ অভিনয় করেছেন শ্রীলীলা এবং পূজা হেগড়ে। সিনেমাটিতে সংগীত পরিচালনা করেছেন থামন। পিএস বিনোদের চিত্রগ্রহণে সিনেমাটির সম্পাদনা করেছেন নবীন নুলি। সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমার ব্যানারে ‘গুন্টুর কারাম’ প্রযোজনা করেছেন সূর্যদেবরা নাগা ভামসি এবং এস সাই সৌজন্যা। ‘অথাদু’ এবং ‘খালেজা’-এর পর ‘গুন্টুর কারাম’ সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করেছেন ত্রিবিক্রম শ্রীনিবাস এবং মহেশ বাবু। আগের দুটি সিনেমাই বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল।