বিয়ে করলেন ক্রিকেটার ইয়াসির রাব্বি
খেলাধুলা ডেস্ক ঃ
বিয়ের পিঁড়িতে বসলেন ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি। নিজ শহর চট্টগ্রামে গতকাল জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখেন জাতীয় দলে খেলা এই ব্যাটার। নগরীর হল-টুয়েন্টিফোরে বিয়ের আয়োজন শেষ করেন তিনি।
পাত্রীর নাম রিভা আনজুম বলে জানান ইয়াসিরের ঘনিষ্ঠ বন্ধুরা। চট্টগ্রামের স্থানীয় এই নারী একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন।
আসছে বিপিএলে ইয়াসিরকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখকে নিয়ে বড় কিছুরই প্রত্যাশা রয়েছে সিলেটের।