রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টায় বিআরটিসির বাস কাউন্টারের পেছনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, আজ সকাল ১০টার দিকে কুড়িল বিশ্বরোড বিআরটিসির বাস কাউন্টারের পেছনে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক।