বাংলাদেশের নির্বাচনকে স্বাগত জানিয়ে জাপানের বিবৃতি

সিলেটের সময় ডেস্ক :

 

দ্বাদশ জাতীয় নির্বাচনকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে জাপান। বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিব কোবায়শিমাকি এক বিবৃতিতে বলেন, ‘কিছু অনিয়মের খবর পাওয়া গেলেও সার্বিকভাবে নির্বাচনটি শান্তিপূর্ণ হওয়াকে জাপান স্বাগত জানিয়েছে।’

কোবায়শি মাকি বলেন, ‘গত ৭ জানুয়ারির ওই নির্বাচনে জাপান পর্যবেক্ষক মিশন পাঠিয়েছিল। বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে ওই মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় জাপান দূতাবাসের কর্মকর্তারা ছিলেন।

এর পাশাপাশি বাইরের একজন বিশেষজ্ঞ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।’ 

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিব বলেন, ‘আমাদের মিশন যতটা পর্যবেক্ষণ করতে পেরেছে তাতে দেখা গেছে, প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন হয়েছে। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে সহিংসতা ও হতাহতের ঘটনায় আমরা দুঃখিত।’

জাপানের প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের কৌশলগত মিত্র হিসেবে জাপান আশা করে, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আরও উন্নতির প্রচেষ্টায় অগ্রগতি সাধন করবে।

উন্নয়ন ও সমৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে জাপান বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।’
এ বিভাগের অন্যান্য