পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাথে সিলেট ল’কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের সময় ডেস্ক :
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট ল’কলেজ ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার (৫ জানুয়ারি) ড. এ কে আব্দুল মোমেন এর নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এসময় তিনি সিলেট ল’কলেজ ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের ভূয়শী প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ল’কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জাকারিয়া আহমদ জাকির, আয়শা আক্তার মনি, মুর্শেদ তালুকদার, লিপি, জামাল, শিমুল, কালাম, আছিয়া, শুকরিয়া শারমিন, শেখ শহিদুর রহমান, মিনজান উদ্দিন, সোনিয়া বেগম, সুমি বেগম, সোলেমান আহমদ, দিলারা বেগম প্রমুখ। এছাড়াও পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।