দুই কেন্দ্রের ফলালফল প্রত্যাখ্যান স্বতন্ত্র প্রার্থী ডা. দুলালের
সিলেটের সময় ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্র তার এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে।
বিশেষ করে রোববার (০৭ জানুয়ারি) দুপুরে তিনি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে তার এজেন্টদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করে সাংবাদিকদের বলেন, তিনি ওই কেন্দ্রের ফলাফল প্রত্যাখ্যান করছেন।এছাড়া একই উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল প্রত্যাখ্যান করবেন তিনি।
এই কেন্দ্রের ভোট বয়কটের ঘোষণা দিয়ে ডা. দুলাল বলেন, আমি প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাইনি। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকা তাকে শঙ্কিত করেছে।
এছাড়া বিভিন্ন কেন্দ্রে নৌকার প্রার্থী তার কর্মী সমর্থক দিয়ে জাল ভোট প্রদানের অভিযোগ করেন এই প্রার্থী। যদিও তিনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেননি।
সিলেট-৩ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের প্রধান প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এছাড়া আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকসহ ৭ জন প্রার্থী রয়েছেন।
এদিকে, সিলেট-২ আসনে জাল ভোটের অভিযোগ এনে চার প্রার্থী ভোট বর্জন করেছেন। তারা হলেন-গণফোরামের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুর রব মল্লিক ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান।
সিলেট জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, ভোটের মাঠে এ যাবত কোনো অভিযোগ আমরা পাইনি। সিলেট-২ আসনের কোনো প্রার্থীও অভিযোগ দেননি।