আমার নেতাকর্মীদের ভয় দেখাচ্ছেন নৌকার প্রার্থী: সালমা ইসলাম
সিলেটের সময় ডেস্ক :
ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম। রোববার সকালে ঢাকা-১ আসনের দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়কেন্দ্রে পরিদর্শনে যান সালমা ইসলাম।
সেখানে উপস্থিত ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি ভোটকেন্দ্র ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অ্যাডভোকেট সালমা ইসলাম।
এ সময় তিনি বলেন, আমার নেতাকর্মীদের ভয় দেখাচ্ছেন নৌকার প্রার্থী। এমনকি ভোটকেন্দ্রে আসতে দিচ্ছেন না। তিনি ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করেছেন। তিনি এত ক্ষমতা পান কোথায়? তিনি ভোটারদের মধ্যে গুজন রটাচ্ছেন— আমি নাকি দুপুর ১২টার মধ্যে ভোট বর্জন করব।
প্রতিদ্বন্দ্বী সালমান এফ রহমানের দিকে ইঙ্গিত করে সালমা ইসলাস আরও বলেন, আমার এজেন্টদের হয়রানি করাচ্ছেন। আমার এজেন্টদের মারধর করাচ্ছেন। ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে, তারা ভোটকেন্দ্রে এলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।
তিনি বলেন, আমি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলার বাহিনীর কাছে অভিযোগ দিয়েছি। তারা খোঁজখবর নিচ্ছেন। আমাকে আশ্বস্ত করেছেন, তারা তদন্ত করে ব্যবস্থা নেবে।