নান্দাইলে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩

সিলেটের সময় ডেস্ক :

 

ময়মনসিংহের নান্দাইলে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী যুবদল ও কৃষকদলের তিনজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁদের উপজেলার সিংরইল ইউনিয়নের আলাবক্সপুর ও কচুরি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া জানান, ভোটকেন্দ্রে আগুন দিয়ে নাশকতা সৃষ্টির ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন উপজেলার সিংরইল ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক ও আলাবক্সপুর গ্রামের বাসিন্দা মো. মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ও কচুরি গ্রামের মো. সোহেল (২৯) ও ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি ও আলাবক্সপুর গ্রামের আবদুল কাইয়ুম মজনু (৫০)।

 

স্থানীয় সূত্র জানায়, নান্দাইল উপজেলা ৮৬ নম্বর ওই কেন্দ্রটি হচ্ছে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সীমান্তবর্তী এলাকা সিংরইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এর পাশেই লাগায়ো কিশোরগঞ্জ জেলা। গত শুক্রবার রাতের কোনো এক সময় বা আজ শনিবার ভোরে নাশকতার ঘটনাটি ঘটতে পারে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। আগুনের ঘটনায় এলাকায় ও ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

 

পুড়ে ছাই হয়ে গেছে কেন্দ্রের ভেতরে থাকা বেঞ্চ-টেবিলসহ অন্যান্য জিনিস। 

এলাকাবাসী জানায়, ঘটনাস্থল হরিপুর ও আলাবক্সপুর গ্রামের মাঝখানে ওই বিদ্যালয়টির অবস্থান। আজ শনিবার ভোরে এলাকার লোকজন দেখতে পায় বিদ্যালয়ের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে কাছে গিয়ে দেখে, বিদ্যালয়ের নিচতলার ১০টি কক্ষের মধ্যে চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের সাব-অফিসার সাইদুল ইসলামের নেতৃত্বে একটি টিম গিয়ে কক্ষের তালা ভেঙে জ্বলতে থাকা আগুন নেভায়।
এ বিভাগের অন্যান্য