সিলেট-৬ আসনে চমক দেখাতে পারেন সরওয়ার, চাপের মুখে নাহিদ

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেট-৬ আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিলেট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩৪নং আসন। এ আসনটি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সিলেট-৬ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।

সিলেট-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৭৫৩ জন। তন্মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৪৯৪ জন পুরুষ ভোটার, ২ লাখ ৩৫ হাজার ২৫৮ জন নারী ভোটার এবং ১ জন হিজড়া ভোটার।

সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬ জন প্রার্থী। তন্মধ্যে রয়েছেন- প্রার্থী জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙ্গল), সাংস্কৃতিক মুক্তিজোট-মুক্তিজোট এর আতাউর রহমান (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন (ঈগল), বাংলাদেশ আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ (নৌকা), তৃণমূল বিএনপির শমসের মুবিন চৌধুরী (সোনালী আঁশ) এবং ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান (মিনার)।

দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেও, এখন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তবে এবার নিজ এলাকায়ই চাপের মুখে পড়েছেন নুরুল ইসলাম নাহিদ। দলের ভেতরে ও বাইরে- দুই দিক থেকেই চাপে সিলেট-৬ আসনের এই সংসদ সদস্য। এ ছাড়া সাবেক এই শিক্ষামন্ত্রীর জন্য ‘নতুন দুশ্চিন্তা’ হয়ে এসেছেন স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন, ও শমসের মবিন চৌধুরী।

সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনের টানা তিনবারের এমপি নুরুল ইসলাম নাহিদ। এর আগে ১৯৯৬ সালেও এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন সিপিবি ছেড়ে আওয়ামী লীগে আসা এ রাজনীতিবিদ। ব্যক্তিগত সততার জন্য এলাকায় খ্যাতিও ছিল তার। তবে সরকার ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন না করানোর অভিযোগ রয়েছে নাহিদের বিরুদ্ধে। এ ছাড়া বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগেও রয়েছে বিভক্তি।

দলের এ বিভক্তির প্রভাব পড়েছে এবারের নির্বাচনকালীন মৌসুমেও এ প্রসঙ্গে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমি সবসময় এলাকার মানুষের পাশে আছি। গত ২০ বছরে যা হয়েছে, অতীতে তা হয়নি। সব উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। ধারাবাহিক উন্নয়ন অব্যাহত আছে। আশা করি, এবারও এলাকার মানুষ আমাকে মূল্যায়ন করবে।’ তবে ফুরফুরে হাস্যজ্বল ভাবে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন, ঈগল প্রতিক নিয়ে কানাডা আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন, এবিষয়ে তিনি বলেন, সরওয়ার হোসেন বলেন, আমি শুধু বিজয়ের অপেক্ষায় আছি। মানুষ আমায় ভোট দিতে যে উৎসাহ-উদ্দীপনা দেখাচ্ছে তা কল্পনাও করিনি। মানুষের ভালবাসারা এসব ঋণ সংসদে গিয়ে আমি পরিশোধ করতে চাই। সকলের মনের কথা বিগত দিন যেভাবে পাশে থেকে শুনেছি আগামী দিনেও আমি সেভাবে সবার পাশে থেকে শুনতে চাই।

তিনি আরো বলেন, আমার কাছে যেতে হলে কোন খলিফার প্রয়োজন নাই। আমি আপনাদের এমপি হলে আপনাদের মাঝে সবসময় থাকবো। বিপদে সবার আগে এগিয়ে আসবো। জনপ্রতিনিধি না হয়েও বিগত দিন যেভাবে আপনার পাশে ছিলাম আগামীতেও সেভাবে আপনাদের পাশে থাকতে চাই।

এ বিভাগের অন্যান্য