আওয়ামী লীগের ১৭ নেতাকে ‘বহিষ্কার’
সিলেটের সময় ডেস্ক :
রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকসহ ১৭ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটির উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি। বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রে সুপারিশ পাঠাবেন তারা।
গতকাল সোমবার রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ওই নেতাদের বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল।
জানা গেছে, দলীয় মনোনয়ন না পেয়ে রাজশাহী-৪ আসনে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। অপরদিকে, দলের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। তিনি তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি। এ নিয়ে বাগমারা উপজেলা আওয়ামী লীগ বিভক্ত।
আওয়ামী লীগ নেতাকর্মীদের এক পক্ষ এনামুল হকের সঙ্গে রয়েছেন। আর অপর পক্ষ কালামের সঙ্গে। এমন পরিস্থিতিতে গতকাল বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সভাপতিত্বে বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকারসহ সংশ্লিষ্টরা নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য (জেলা আওয়ামী লীগ সভাপতি) অনিল কুমার সরকার, সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক, সহসভাপতি ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডল, মতিউর রহমান টুকু ও আফতাব উদ্দিন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন প্রামাণিকসহ ১৭ নেতাকর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তারা সবাই এনামুল এমপির অনুসারী।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। কাজেই আমাকে বা অন্য কাউকে বহিষ্কারের এখতিয়ার তাদের নেই। এটা তারা করতে পারেন না। বিষয়টি আমি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি।’
বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অনিল কুমার সরকার বলেন, ‘যারা এ ধরনের গঠনতন্ত্র পরিপন্থী ও বেআইনী সিদ্ধান্ত নিয়েছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
প্রশ্ন রেখে তিনি বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগ সভাপতিকে দল থেকে বহিষ্কার করে কীভাবে? এটা কেউ কোনোকালে শুনেছেন! এগুলোকে পাগলামি ছাড়া আর কী বলব!’
এ বিষয়ে জানতে চাইলে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল বলেন, ‘জেলা সভাপতি অনিল কুমার সরকার একই সঙ্গে বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। আমরা উপজেলা কমিটি থেকে অনিল সরকারকে বহিষ্কার করেছি। এসব সুপারিশ কেন্দ্রে পাঠানো হবে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘এটা কী করে সম্ভব! জেলা আওয়ামী লীগের সভাপতিকে একমাত্র দলের সভানেত্রী অব্যাহতি বা বহিষ্কার করতে পারেন। অন্য কারও সে ক্ষমতা নেই। বাগমারা উপজেলা আওয়ামী লীগের নেতারা কাজটা কোনোভাবেই ঠিক করেননি। এসব পাগলামি করার সময় এখন না।’