৭ জানুয়ারি সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান শেখ হাসিনার

সিলেটের সময় ডেস্ক :

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই দেশের মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে, বিনামূল্যে বই পাচ্ছে শিক্ষার্থীরা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি কলেজ মাঠে রংপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কামাল মো. আহসানুল হক চৌধুরী ডিউকের পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন শেখ হাসিনা।

নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেবেন, সেই আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচন নৌকা মার্কায় ভোট দিন। নৌকায় ভোট দেওয়ায় জনগণের জন্য কাজ করতে পারছে সরকার। আওয়ামী লীগ সরকারে এসে মানুষের জীবনমান উন্নয়ন করেছে। আরেকবার সুযোগ দিয়েন যেন আপনাদের জীবনমানের আরও উন্নয়ন করতে পারি।

শেখ হাসিনা আরও বলেন, আপনারা ভোট দিয়েছেন বলে আমরা বার বার সরকার গঠন করতে পেরেছি। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি। কৃষি থেকে শুরু করে সকল ক্ষেত্রে প্রয়ুক্তির ব্যবহার নিশ্চিত করতে কাজ করছি। আমরা গবেষণা করে সকল ধরনের কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি করেছি।

এসময় আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রত্যাশা করে ওয়াদা চাইলে উপস্থিত জনতা দুই হাত তুলে সমস্বরে সাড়া দেন।

এ বিভাগের অন্যান্য