হুমকি দিয়েন না, আঘাত করলে ২৪ মিনিটে জবাব দেওয়া হবে : জাহাঙ্গীর
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়রের উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী ৭ তারিখ ভোট বিপ্লব হবে। হুমকি-ধামকি দিয়েন না। সবার স্ক্রিনশট ও ম্যসেজ রাখা হচ্ছে। আঘাত করলে ২৪ ঘণ্টায় নয়, ২৪ মিনিটে জবাব দেওয়া হবে।
জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা আওয়ামী লীগ করেন! না, চাচা-ভাতিজা-খালা-ফুফু লীগ করেন।
পথসভায় তিনি আরও বলেন, ‘আমার মা মেয়র হয়েছেন। আমি এখন আওয়ামী লীগের একজন সমর্থক।
বিভিন্ন পথসভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, রজব আলী, টঙ্গী থানা যুবলীগের সাবেক সভাপতি আ. ছাত্তার মোল্লা, টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাইয়ুম মাস্টার, ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, এম এ নাসিম ও মনির হোসেন প্রমুখ।