ভোট নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: জাহাঙ্গীর
সিলেটের সময় ডেস্ক :
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা কারও প্রচার-প্রচারণায় কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করি না, কিন্তু একটি মহল স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে বাধা প্রদান করছে। আমাদের মাইক ছিনিয়ে নিয়ে যাচ্ছে এমনকি নেতাকর্মীদের গায়ে হাতও দেওয়া হচ্ছে।
রোববার দুপুরে দক্ষিণ আউচপাড়া হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি গাজীপুর-২ আসনে এমপি নির্বাচিত হলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে টঙ্গীবাসীকে জিম্মিদশা থেকে মুক্ত করা হবে। সম্মেলনে আলিম উদ্দিন বুদ্দিন গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র রাখি সরকার, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রজব আলী, পশ্চিম থানা আওয়ামী লীগের এমএম হেলাল উদ্দিন, পূর্ব থানা আওয়ামী লীগের এমএম নাসির উদ্দিন, নেতা কামাল হোসেন, সাবেক কমিশনার নজরুল ইসলাম, গাজী সহিদ, সরকার নজরুল ইসলাম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।